

সুশান্ত সিং রাজপুত অবসাদে ভুগে আত্মহত্যা করেছেন। একথা মানতে নারাজ গোটা দেশ। মানুষের দাবিতেই শুরু হয় সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্ত। কিন্তু মৃত্যু রহস্য খুঁজতে গিয়ে বলিউডের মাদকচক্র সামনে চলে আসে। আর তা নিয়েই এখন বেশি ব্যস্ত সকলে। কোথায় যেন চাপা পড়ে যাচ্ছে সুশান্তের মৃত্যুর তদন্ত। অনেকটা সময় গড়িয়ে গেলেও এখনও তেমন কিছু জানা যায়নি। কাউকেই মৃত্যুর কারণ হিসেবে খুঁজে বার করা যায়নি।photo source collected


এবার সুশান্ত সিং রাজপুতের বাবার তরফের উকিল এক ভয়ঙ্কর অভিযোগ তুললেন AIIMS বিরুদ্ধে। photo source collected


উকিল বিকাশ সিং বলেছেন, সুশান্তকে গলা টিপে খুন করা হয়েছে। এবং সেই দাবিতে তিনি AIIMS-এর ডাক্তারকে কিছু ছবিও পাঠিয়েছিলেন। photo source collected


এবং সে সময় ছবি দেখে ডাক্তার বলেছিলেন ২০০ শতাংশ এটা খুনই। তবে এখন তদন্তের এতদিন হয়ে গেলেও সবাই কেন চুপ করে আছেন তা নিয়ে প্রশ্ন তোলেন উকিল বিকাশ সিং। সুশান্তের বাবাও উকিলের কথায় সহমত হন। photo source collected