খাবারের স্বাদ বাড়াতে নুন অপরিহার্য। কিন্তু জানেন কি, জীবনের নানা সমস্যা মেটাতেও নুনের ভূমিকা অপরিহার্য। কী ভাবে নুন ব্যবহার করে অর্থাভাব দূর করতে হবে, জানাচ্ছেন পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা।
2/ 5
অনেক সময়ে হঠাৎ করে টাকা খরচ হয়ে যায়। যার ফলে আর্থিক অবস্থার অবনতি হয়। এই সমস্যা থেকে এক গ্লাস জলে এক চা চামচ নুন মেশাতে হবে।
3/ 5
তার পর সেই জলটিকে একটি পাত্রে বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে রাখতে হবে। সেই জল শুকিয়ে গেলে ফের একই কাজ করতে হবে। মঙ্গল বা রবিবার এই কাজটি করতে হবে।
4/ 5
ধারদেনা থেকে মুক্তি পেতেও নুন ব্যবহার করা যেতে পারে। রবিবার নুন জল দিয়ে ঘর মুছতে হবে। তিন মাস এই কাজ করতে হবে। কাঁধ থেকে নামবে ধারের বোঝা।
5/ 5
নুন দিয়ে বাড়ির নেতিবাচক এনার্জিও দূর করা যায়। দু'চা চামচ একটি কাচের গ্লাসে রেখে বাথরুমের এক কোণে রেখে দিতে হয়। প্রত্যেক তিন দিনের মাথায় এই কাজটি করলে বাড়িতে ইতিবাচক এনার্জি বাড়বে।
Vastu Tips: মাথায় ধারদেনার বোঝায় রাতের ঘুম উড়েছে! নুন-জলেই কাজ হবে ম্যাজিকের মতো, জেনে নিন
খাবারের স্বাদ বাড়াতে নুন অপরিহার্য। কিন্তু জানেন কি, জীবনের নানা সমস্যা মেটাতেও নুনের ভূমিকা অপরিহার্য। কী ভাবে নুন ব্যবহার করে অর্থাভাব দূর করতে হবে, জানাচ্ছেন পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা।
Vastu Tips: মাথায় ধারদেনার বোঝায় রাতের ঘুম উড়েছে! নুন-জলেই কাজ হবে ম্যাজিকের মতো, জেনে নিন
নুন দিয়ে বাড়ির নেতিবাচক এনার্জিও দূর করা যায়। দু'চা চামচ একটি কাচের গ্লাসে রেখে বাথরুমের এক কোণে রেখে দিতে হয়। প্রত্যেক তিন দিনের মাথায় এই কাজটি করলে বাড়িতে ইতিবাচক এনার্জি বাড়বে।