আজ অভিনেতা বরুণ ধাওয়ান এর জন্মদিন। সদাহাস্য অভিনেতা সোশ্যাল মিডিয়াতেও অনুরাগীদের মুখে হাসি ফোটান। কুলি নাম্বার ওয়ান এর সময় সাড়া আলি খানের সঙ্গে এই মজার ছবি পোস্ট করেন।
2/ 10
নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ফেম গেম এ মাধুরী দীক্ষতের সঙ্গে দোপাট্টা মেরা গানে বরুণের নাচ নজর কাড়ে।
3/ 10
বরুণের আসন্ন ছবি যুগ যুগ জিও। নায়িকা কিয়ারা আডবাণী। দুজনেই ছবি থেকে এই অংশ শেয়ার করেছেন।
4/ 10
এই ছবিতে দুজনের রসায়ন ধরা পড়ছে। ছবিটি সোশ্যাল মিডিয়ায় দুজনেই শেয়ার করেছেন।
5/ 10
ভেড়িয়া ছবিতে জুটি বাঁধছেন বরুণ ধাওয়ান ও কৃতী স্যানন। দুজনের রসায়ন দেখার জন্য ছবি নিয়ে জল্পনা তুঙ্গে।
6/ 10
এই আসন্ন সিনেমা থেকেই একটি ছবি শেয়ার করেছেন বরুণ। রসায়ন নজর কাড়ছে।
7/ 10
ম্যায় তেরা হিরো ছবিটির বয়স সাত বছর হয় গেল। সেই উপলক্ষে অভিনেত্রী নার্গিস ফাকরি ও ইলিয়ানার সঙ্গে এই ছবি শেয়ার করেছেন বরুণ।
8/ 10
একটি প্রমোশনাল পোস্টের জন্য একসঙ্গে ক্যামেরাবন্দি বরুণ ও দিশা পতানি।
9/ 10
দুজনেই খুব হাসিখুশি মজার মানুষ। একসঙ্গে জুটি বেঁধেছেন সারা ও বরুণ।
10/ 10
মাস্ক পড়া ছাড়া যাবে না। বরুণ ও কিয়ারা ছবিতে এই বার্তাই দিচ্ছেন।