*গলার চেনে ঢাকা স্তনযুগল। সেভাবেই রাস্তায় ঘুরছেন উরফি জাভেদ! সেই ছবি আজ সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। (Image: Instagram)
2/ 11
*এ দিন উরফি যে পোশাক পরে বেরিয়েছিলেন, তাতে তাঁর প্রায় গোটা শরীর স্পষ্ট। এ ভাবেই তাঁকে দেখতে পেয়ে ছুটে আসেন পাপারাৎজিরা। (Image: Instagram)
3/ 11
*উরফি কিছু নিয়েই বিচলিত নন, তাই তাঁকে দেখা গিয়েছে পথচারী এবং ছবি শিকারীদের সামনে পোজ দিতে। (Image: Instagram)
4/ 11
*যদিও এ দিনফটো তুলতে গিয়ে বার বার নিজের চেন-স্টার টপ ঠিক করতে দেখা গিয়েছে নায়িকাকে। মাঝে মধ্যেই সেই চেনের ফাঁকে উঁকি দিয়েছে শরীরের অংশ! (Image: Instagram)
5/ 11
*তবে শুধু পাপারাৎজিরা নন। তাঁকে দেখে সাধারণ মানুষও ভিড় জমালেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়। ফের নেটিজেনরা সমালোচনা শুরু করেছেন উরফির।
6/ 11
*পোশাক তো নয়, যেন বকলেসে বাঁধা শরীর। অদ্ভুদ পোশাক পরে অন্যান্যবারের মতো এ বারেও শিরোনামে এসেছিলেন উরফি জাভেদ। (Image: Instagram)