মুক্তি পেল 'অর্চি'র গ্যালারি' ছবির প্রথম ঝলক। ছবির নাম উস্কে দেয় অনেক পুরোনো স্মৃতি। আট ও নয়ের দশকে গ্রিটিংস কার্ডের একটি বিশেষ জায়গা ছিল। এই সময় যাঁরা বড় হয়েছেন, তাঁরা এই নস্ট্যালজিয়া বুঝতে পারবেন। টিফিন কিংবা যাতায়াতের টাকা জমিয়ে গ্রিটিংস কার্ড কেনা। পছন্দের মানুষকে ফুল, চকোলেট সঙ্গে গ্রিটিংস কার্ড উপহার দেওয়া, প্রেম খানিক এমনই ছিল। যখন ছিল না পকেট মানি, দামি উপহার দেওয়ার ক্ষমতা। তবে সেই উপহার গুলোর মধ্যে প্রেমের গন্ধ রয়ে যেত অনেক দিন। প্রতিবেদন : অরুণিমা দে