পথে-ঘাটে বাস করা কুকুর-বিড়াল ও অন্যান্য প্রাণীদর দেখভালের জন্য একটি সংস্থা গড়ে তুলেছিলেন জ্যাকলিন। নাম YOLO Foundation। দু'বছরে পা দিল এই সংস্থা। সেই উপলক্ষে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেছিলেন 'কিক' তারকা। উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিতে তাঁর কাছের মানুষ জন।