

কাপুর পরিবারের এমন একজন পূত্র বধু রয়েছেন যিনি পর্দায় নিজের হবু শ্বশুরদের নায়িকা হয়েছিলেন। তিনি ববিতা শিবদিশানি। বিয়ের পর কাপুর হয়েছিলেন। photo source collected


৭০এর দশকে ববিতা স্টাইলে ট্রেন্ড সেট করেছিলেন। তাঁর মেয়ে করিনার মতো তিনিও ছিলেন ফ্যাশনডিভা। photo source collected


শাম্মী কাপুরের সঙ্গে 'তুমসে আচ্ছা কৌন হ্যায়' ছবিতে নায়িকা হয়েছিলেন তিনি। photo source collected


শশী কাপুরের সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল 'এক শ্রীমান এক শ্রীমতী' ছবি ও 'হাসিনা মান জায়েগি' ছবিতে। এরা সবাই ছিলেন অভিনেত্রির খুড়শ্বশুর। যদিও তখনও কাপুর পরিবারের ছেলে রণধীরের সঙ্গে তাঁর বিয়ে হয়নি। photo source collected


প্রেম থেকে বিয়ে। তবে কোনও দিনই ছেলের বউ হিসেবে ববিতাকে পছন্দ করেননি রাজ কাপুর। photo source collected


এর পর যদিও অনেক জল ঘোলা হয়। রণধীরের সঙ্গে সম্পর্কে ঝামেলা শুরু হয়। দুই মেয়েকে নিয়ে আলাদা সেপারেশনে থেকে একা হাতে মানুষ করেন তিনি। এমনকি ববিতার বিয়ের পর সিনেমা করাও বন্ধ হয়ে যায়। করিনা ও করিশ্মাই কাপুর বংশের প্রথম মেয়ে যারা বলিউডে নিজেদের জায়গা তৈরি করেছেন। মায়ের জন্যই তা সম্ভব হয়েছে। photo source collected