1/ 4


একতা কাপুরের সুপার ন্যাচরাল ড্রামা নাগিন ৫ ফেম সুরভি চন্দনার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ অভিনেত্রী নাগিন ৫ প্রবেশ করার পর থেকে ফ্যান ফলোয়ারের সংখ্যা ক্রমশই বাড়তে শুরু করেছে ৷ ধারাবাহিকে সুরভি চন্দনার সাজসজ্জা অত্যন্ত প্রশংসার দাবি রাখে ৷ বিশেষত শাড়ি পরে তাঁকে অন্য রকম লাগছে ৷ সবার অত্যন্ত পছন্দ হয়েছে ৷ সম্প্রতি পার্পেল রঙের শাড়িতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন তিনি ৷ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন ৷ এইবার আরও বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি যা দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে ৷ (Photo Credit: instagram/@officialsurbhic).
3/ 4


ছবিতে সুরভি নীল শাড়িতে দেখতে পাওয়া গিয়েছে ৷ এই ছবিতে সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছেন তিনি ৷ (Photo Credit: instagram/@officialsurbhic).