এবার পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন তৃণা সাহা। সৃজিত মুখোপাধ্যায়ের 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে অভিনয় করবেন তাঁরা। photo source Instagram
2/ 5
এই ছবিতে শ্রীচৈতন্য মহাপ্রভুর চরিত্রে অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। মহাপ্রভুর চরিত্রে সব থেকে জনপ্রিয় মুখ যিশু সেনগুপ্ত। ছোট পর্দায় যিশু অভিনীত মহাপ্রভু আজও মানুষ ভোলেননি। তবে এবার সেই চরিত্রে পরমব্রতকে দেখা যাবে। photo source Instagram
3/ 5
তৃণা সাহাকে দেখা যাবে গৌরাঙ্গের প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে অভিনয় করতে। যদিও তৃণা ইতিমধ্যেই বড় পর্দায় নিজের কাজের সূচনা করেছেন। তবে সৃজিতের ছবিতে এই প্রথমবার দেখা যাবে তাঁকে। photo source Instagram
4/ 5
প্রসঙ্গত তৃণা সাহা এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে সহ পরিচালকের কাজ করেছেন। লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে তৃণাকেই পছন্দ ছিল পরিচালকের। photo source Instagram
5/ 5
'খোকাবাবু', 'খড়কুটো' থেকে যাত্রা শুরু করে এবার বড় পর্দা মাতাবেন তৃণা সাহা। photo source Instagram