

না। সেই ভাবে করোনাকে আর কেউ ভয় পাচ্ছেনা। তাই জীবন এখন অনেকটাই স্বাভাবিক। আর এই স্বাভাবিক জীবনে ধীরে ধীরে ঢুকে পড়েছে সিনেমা দেখার মজা।প্রেমের সপ্তাহ শেষ হয়ে গেলেও বাঙালির আসল ভ্যালেনটাইন ডে হল সরস্বতী পুজো।আর ঠিক সেই কারণেই ভ্যালেনটাইন ডের আগের দিন মুক্তি পেল নতুন বাংলা ছবি সহবাসের ট্রেলার।


পরিচালক অঞ্জন কাঞ্জিলালের এই ছবি ভালোবাসার কথা বললেও তার মধ্যে রয়েছে টুইস্ট কারণ এখানে রয়েছে লিভ ইন এর গল্প। লিভ ইন নিয়ে খুব যে এখন সমাজ ভুরু কুঁচকোয় তা নাহলেও কিছু কিছু ক্ষেত্রে সহবাসের পরিণতিও যে খুব ভালো হয় তেমনটাও নয়।


গ্রাম থেকে শহরে এসে ফ্ল্যাট শেয়ার করা, আর সেখান থেকে প্রেম৷ এই ভাবে এগিয়েছে ছবির গল্প৷ ছোট শহরের সরলতা কাটিয়ে বড় শহরের কংক্রিটের জঙ্গলে ধীরে ধীরে জটিল হতে থাকে জীবন৷


ঠিক সেখানে দাঁড়িয়েই এক অন্য গল্প বলবে এই ছবি।এই ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন ইশা এবং অনুভব।খুব ছোট থেকেই বাবার থিয়েটারে অভিনয় করেছেন অনুভব৷ তাই শ্যুটিং সেটে পরিচালকের ছেলে হিসেবে আলাদা কোনও খাতির মেলেনি তাঁর৷