• সম্প্রতি মুক্তি পেয়েছে ড্রাকুলা স্যার। হিন্দিতেও মুক্তি পাচ্ছে এই ছবি। নায়িকা মিমির ব্যস্ততা তুঙ্গে। তবে নিজের রাজনৈতিক দায়িত্বর কথা ভোলেননি সাংসদ- অভিনেতা।
2/ 5
• বৃহস্পতিবার বিকেলে যাদবপুরের দফতরে, স্থানীয় কাউন্সিলর ও দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন মিমি।
3/ 5
• আগামী কর্মসূচি কী হতে চলেছে ও কেমন ভাবে কাজ হবে, সেই সব আলোচনা করেন মিমি।
4/ 5
• মিমির সঙ্গে দেখা করতে আসেন বিখ্যাত চা কাকু। বিজয়ার পর মিমি তাঁকে মিষ্টি মুখ করান।
5/ 5
• নিজের ছেলে কাজের জন্য মিমিকে অনুরোধ করেন চা কাকু। মিমি চা কাকুর দায়িত্ব নিয়েছিলেন, সেই দায়িত্ব পালন করছেন সাংসদ-অভিনেতা।