

*বর্তমান স্বামী রোশনের সঙ্গে তৃতীয় বিয়ে ভাঙনের মুখে। এমতাবস্থায় সোমবার শ্রাবন্তীর শেয়ার করা নতুন ছবি ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। ছবি: ইনস্টাগ্রাম।


*শ্রাবন্তী আজ সদ্যোজাত শিশুকন্যাকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে শ্রাবন্তীর মুখে প্রশান্তির নিষ্পাপ হাসি। শিশুটিও হাসছে প্রাণ খুলে।ছবি: ইনস্টাগ্রাম।


*ছবির ক্যাপশনে লিখেছেন, A baby is God's opinion that the world should go on... ❤️❤️"। ছবির কমেন্টে একজন প্রশ্ন করেছেন শিশুটি কে? তার উত্তরে শ্রাবন্তী জানিয়েছেন, "dollu ama"। সম্ভবত তিনি লিখেছেন, "আমার পুতুল"। ছবি: ইনস্টাগ্রাম।


*খুব কম বয়সে মা হন শ্রাবন্তী। ফলে তাঁর সন্তান অভিমন্যু বা তাঁর আদরের ঝিনুক এখন বেশ বড়। ৩ বছর ধরে অভিমন্যু প্রেম করছিলেন প্রেমিকা দামিনীর সঙ্গে। ছবি: ইনস্টাগ্রাম।


*সম্প্রতি সেই সম্পর্কের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে ঝিনুক। প্রেমিকার সঙ্গে শেয়ার করেছে ছবি। যদিও ছেলের সম্পর্কের কথা জানতেন বলেই জানিয়েছেন অভিনেত্রী। ছবি: ইনস্টাগ্রাম।