

*আর মাত্র কয়েকটা ঘণ্টার অপেক্ষা। তারপরই নতুন বছর শুরু। গোটা বছরটা যেভাবে কেটেছে, তাতে যত দ্রুত সম্ভব, এই বছরটাকে বিদায় জানাতে পারলেই শান্তি। ছবি: ইনস্টাগ্রাম।


*বহু নিয়ম মেনে প্রতিবছরের মতো এ বছরও বন্ধু-বান্ধব নিয়ে কেউ বা ঘরোয়া আড্ডায় মেতেছেন বলিউড় থেকে টলিউডের তারকারা। পরিবার পরিজনদের নিয়ে পার্টি করতে দেখা গিয়েছে অনেকে, কেউ আবার বেড়াতে বেরিয়েছেন প্রিয় মানুষদের সঙ্গে নিয়ে। ছবি: ইনস্টাগ্রাম।


*বর্ষবরণের আগে পুরদস্তুর পার্টিমুডে চলে গিয়েছেন রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে অন্যান্য দিন বাইরে কোনও রেস্তোরাঁ বা নাইটক্লাবে তাঁদের পার্টি করতে দেখা গেলে, এ দিন তাঁরাই ছিলেন পার্টি হোস্ট। ছবি: ইনস্টাগ্রাম।


*বছরের শেষ দিনে আরবানার ফ্ল্যাট হয়ে উঠেছিল চাঁদের হাট। কে নেই সেখানে। রাজ-শুভশ্রীর আমন্ত্রণে টলিউডের একঝাঁক তারকা থেকে তাঁদের আত্মীয়েরা উপস্থিত হন। ছিল হই-হুল্লোড় থেকে দেদার খাওয়াদাওয়ার আয়োজন। ছবি: ইনস্টাগ্রাম।


*বর্ষবরণের আগে পার্টিতে রাজের বাড়িতে এ দিন দেখা গিয়েছে টলিউডের দুই পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও রাজা চন্দকে। তারকা দম্পতি সৃজিত ও মিথিলাকে দেখা গিয়েছে খাওয়ায় মগ্ন। পার্টিতে ছিলেন রাজের ঘনিষ্ঠ বন্ধু কাঞ্চন মল্লিক এবং রুদ্রনীল ঘোষ। উপস্থিত ছিলেন শুভশ্রীর দিদি দেবশ্রী গাঙ্গুলি, রাজের ভাগ্নি সৃষ্টি পাণ্ডে এবং ঘনিষ্ঠ অনেকেই। ছবি: ইনস্টাগ্রাম।