1/ 5


*সাদা হলুদের মিশেলে নজরকাড়া ডিজাইনের লেহেঙ্গা আর ফুলের গয়নায় সাজলেন অভিনেত্রী তৃণা সাহা। অভিনেতা নীল ভট্টাচার্য পরলেন হলুদ পাঞ্জাবি। ওপরে সাদা নেহরু জ্যাকেট। ছবি সৌজন্যে: অরুণিমা দে।
2/ 5


*অভিনেতা নীল ভট্টাচার্যের সঙ্গে দীর্ঘ দশ বছরের সম্পর্ক। জানুয়ারিতে বাগদান পর্ব সেরেছেন দু'জনে। আজ তাঁদের সামাজিক বিয়ের অনুষ্ঠান।
3/ 5


*ইতিমধ্যেই তাঁদের গায়ে হলুদের পর্ব শেষ হয়েছে। সাজতে বসেছেন অভিনেত্রী। আজ বালিগঞ্জের একটি অভিজাত বিয়ে বাড়িতে হবে বিয়ের অনুষ্ঠান। রাজকীয়ভাবে রাজিয়ে তলা হয়েছে সেই জায়গা।
4/ 5


*নীল-তৃণার রিসেপশন অবশ্য ১৪ ফেব্রিয়ারি। ভালবাসার দিনটিতেই রাজকীয় রিসেপশনের আয়োজন করেছেন তাঁরা। সেখানে পরিবারের সদদ্যদের পাশাপাশি থাকবেন টলিউডের পরিচিত মুখেরা।