

*টলিউডে বিয়ের মরসুম চলছে। একে একে সাত পাকে বাঁধা পড়ছেন টলিউডের জনপ্রিয় জুটিরা।সম্প্রতি গাঁটছড়া বেঁধেছেন অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী তৃণা সাহা। ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেতা ওম সাহানি এবং অভিনেত্রী মিমি দত্ত। তার আগে জানুয়ারির মাঝামাঝিতে বিয়ের পিঁড়িতে অসেছিলেন অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায় এবনহ অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়। ডিসেম্বরে প্রেমিকা অভিনেত্রী দেবলীনা কুমারকে বিয়ে করেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রাম।


*হাতে মাত্র দিন সাতেক বাকি, তারপরেই আইনি বিয়ে সারবেন অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী এবং অভিনেতা রুদ্রজিৎ। এ হেন মরসুমে বিয়ে করে নিলেন টলিউডের প্রথম সারির অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রাম।


*নাহ! কাউকে কিচ্ছু বুঝতে দেননি তিনি। মনের মানুষের সঙ্গে চুপি চুপি সেরে ফেলেছেন বিয়ে। কাকপক্ষী পর্যন্ত টের পায়নি। তারপর আজ রবিবার আচমকাই নিজের সিঁদুর-মঙ্গলসূত্র পরা প্রথম ছবি শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ইতিমধ্যেই যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক চর্চা। ছবি: ইনস্টাগ্রাম।


*তনুশ্রীর ছবি দেখে ছুপ করে থাকেননি অভিনেত্রী সাংস্পদ মিমি চক্রবর্তী। না জানিয়ে কেন বিয়ে করে নিলেন তনুশ্রী তার জবাব চেয়েছেন। ছবির কমেন্টে মিমি লিখেছেন, "শেষমেশ বিয়ে করে ফেললি, ডাকলি না"। ছবি: ইনস্টাগ্রাম।


*তবে না। সত্যি সত্যি বিয়ে করেননি তনুশ্রী। এটা সম্ভবত কোনও সিনেমার প্রমোশনের ছবি শেয়ার করেছেন নায়িকা। সিনেমার নাম 'আবার বছর কুড়ি পড়ে'। ছবিতে তনুশ্রীর বিপরীতে অভিনয় করবেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রাম।


*এ দিকে, এ বারের এই ছবি তাঁর বিয়ের না হলেও, শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি বিয়ে করবেন অভিনেত্রী তনুশ্রী। পাত্র ব্যবসায়ী। সে কথা সম্প্রতি একটি রিয়েলিটি গেম শো-তে মিমি, নুসরত এবং পায়েল সরকার এবং শো'য়ের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের জোরাজুরিতে বলতে শোনা গিয়েছে তাঁকে। তবে কবে ঠিক বিয়ে করবেন অভিনেত্রী, তা প্রকাশ করেননি। ছবি: ইনস্টাগ্রাম।