কয়েক মাস আগেই তৃতীয় বিয়ে, এবার বয়সে ছোট ছেলের সঙ্গে 'বিয়ে বিয়ে খেলা'-য় মত্ত শ্রাবন্তী! এই মুহূর্তে ইন্ডাস্ট্রি জুড়ে এই একটাই খবর দাপিয়ে-কাঁপিয়ে বেরাচ্ছে।
2/ 6
কয়েকমাস আগে অমৃতসরে এক্কেবারে চুপিসারে রোশন সিংয়ের সঙ্গে বিয়ে সেরেছেন শ্রাবন্তী ৷ বেশ কয়েকবছর আগে জামাইবাবুর মাধ্যমেই রোশনের সঙ্গে যোগাযোগ হয় সুন্দরীর। তখন সবে তাঁর দ্বিতীয় স্বামী কৃষ্ণণ ভিরাজের সঙ্গে বিচ্ছেদ হয়েছে... মন খারাপ... ধীরে ধীরে রোশনের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন।
3/ 6
বিয়ের কিছুদিনের মাথাতেই এ কী শুরু করলেন নায়িকা ? বয়সে ছোট নায়কের সঙ্গে মাতলেন 'বিয়ে বিয়ে খেলা'-য় ? নিশ্চয়ই এতক্ষণে কপালে বেশ কয়েকটা ভাঁজ পড়তে শুরু করেছে ?
4/ 6
না, না... চিন্তা করবেন না... বাস্তব জীবনে নয়, পর্দায় 'বিয়ে বিয়ে খেলা'-য় মাতলেন নায়িকা। পরিচালক রাজা চন্দের আগামী ছবি 'বিয়ে বিয়ে খেলা'। আর সেখানেই প্রথমবার জুটি বাঁধছেন শ্রাবন্তী আর বনি সেনগুপ্ত।
5/ 6
কাস্টিংয়ের চিরাচরিত ছক ভেঙেছেন রাজা চন্দ। সাধারণত ঋত্বিকা এবং কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গেই বরাবর কাস্ট করা হয় বনিকে, কিন্তু এবার শ্রাবন্তী! ছবিটি আগাগোড়া পারিবারিক, মজার ছবি... রয়েছে নানা চমক!
6/ 6
যদিও এর আগে বনি-শ্রাবন্তী 'ভূতচক্র প্রাইভেট লিমিটেড' এবং 'জিও পাগলা'র মতো ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন, তবে সেখানে শ্রাবন্তীর সঙ্গে জুটি বাঁধেননি বনি।