

• সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সোহিনী গুহ রায় । এই নামটা বললে যদি না চেনেন, তা হলে বলেই ফেলি অভিনেত্রীর পর্দার নামটা । তিনি ‘গঙ্গারাম’ ধারাবাহিকের নায়িকা, টায়রা ।


• পর্দায় বিয়ে সম্পন্ন হয়েছে মাত্র কয়েকদিন আগেই । তারই মধ্যে রিয়েল লাইফের বিয়েটাও সেরে ফেললেন নায়িকা । গাঁটছড়া বাঁধলেন দীর্ঘদিনের বন্ধু কল্লোল চৌধুরীর সঙ্গে।


• আর সেই বিয়ে উপলক্ষে রিল লাইফের স্ত্রী’র আমন্ত্রণে অনুষ্ঠান বাড়িতে পৌঁছে গেলেন স্বয়ং গঙ্গারামও । জমিয়ে মজা করলেন, সেলফি তুললেন, খেলেন কব্জি ডুবিয়ে ।


• বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক উঠে আসছিল সোহিনীর ব্রাইড স্কোয়াডের একাধিক ছবি । ব্যাচেলরেট থেকে শুরু করে হলদি...সবেতেই সোহিনীর বান্ধবীরা মাতিয়ে তুলেছিলেন ।


• সোহিনীর বন্ধুরাও বেশিরভাগই টলিউডের জনপ্রিয় মুখ । মিষ্টি দাস, প্রত্যুষা পাল, ঐশ্বর্য সেন, ভাবনা বন্দ্যোপাধ্যায়, সোনাল মিশ্র ।


• অন্যদিকে, সম্রাট মুখোখ্যায়-সহ আরও অনেক টি-টাউনের চেনাজেনা মুখের ভিড়ে গমগম করছিল সোহিনীর বিয়েবাড়ি ।• লাল টুকটুকে বেনারসী, ভারী সোনার গয়না, শোলার মুকুট আর গোলাপের মালায় সজ্জিত সোহিনীকে দেখতে লাগছিল অনবদ্য ।