মার্চ মাসে শ্যুটিং শুরু হচ্ছে ঋতুপর্ণার নতুন বাইলিঙ্গুয়াল ছবি ‘দিবা-রাত্রি’র

Last Updated:
মুখ্য ভুমিকায়ে রয়েছেন ঋতুপর্ণা এবং কৌশিক সেন। তার পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন পায়েল এবং তমালিকা চন্দ।
1/6
• দীর্ঘ দশ মাস কলকাতার বাইরে সিঙ্গাপুরে নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। কিন্তু শহরে ল্যান্ড করা মাত্রই ব্যস্ত হয়ে পড়েছেন নায়িকা। যে দিন শহরে এসেছেন সেই দিনই ছিল তাঁর নতুন হিন্দি ছবি 'সল্ট'-এর প্রেস কনফারেন্স।
• দীর্ঘ দশ মাস কলকাতার বাইরে সিঙ্গাপুরে নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। কিন্তু শহরে ল্যান্ড করা মাত্রই ব্যস্ত হয়ে পড়েছেন নায়িকা। যে দিন শহরে এসেছেন সেই দিনই ছিল তাঁর নতুন হিন্দি ছবি 'সল্ট'-এর প্রেস কনফারেন্স।
advertisement
2/6
• আর তার পরের দিন থেকেই চালু হয়ে যায় শ্যুটিং। এর পরে ২৬ তম চলচ্চিত্র উৎসবে প্রায়ই হাজির থাকছেন অভিনেত্রী।এ বারের ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে ঋতুর নতুন ছবি ‘বিউটিফুল লাইফ’।
• আর তার পরের দিন থেকেই চালু হয়ে যায় শ্যুটিং। এর পরে ২৬ তম চলচ্চিত্র উৎসবে প্রায়ই হাজির থাকছেন অভিনেত্রী।এ বারের ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে ঋতুর নতুন ছবি ‘বিউটিফুল লাইফ’।
advertisement
3/6
• এতো কিছু সামলানোর পরেও থেমে থাকলে চলবে কী করে? সিঙ্গাপুরে বসেই অনেক কমিটমেন্ট করে রেখেছেন তিনি। ঋতুপর্ণার আগামী বাইলিঙ্গুয়াল ছবির প্রেস কনফারেন্স হয়ে গেল শহরে। হিন্দি ও বাংলা দুই ভাষাতে ছবি বানাচ্ছেন পরিচালক জয়প্রকাশ। ছবির নাম 'দিবা-রাত্রি'।
• এতো কিছু সামলানোর পরেও থেমে থাকলে চলবে কী করে? সিঙ্গাপুরে বসেই অনেক কমিটমেন্ট করে রেখেছেন তিনি। ঋতুপর্ণার আগামী বাইলিঙ্গুয়াল ছবির প্রেস কনফারেন্স হয়ে গেল শহরে। হিন্দি ও বাংলা দুই ভাষাতে ছবি বানাচ্ছেন পরিচালক জয়প্রকাশ। ছবির নাম 'দিবা-রাত্রি'।
advertisement
4/6
• হিন্দিতে নাম রাখা হয়েছে ডে- নাইট। মূলত মানব সম্পর্কের যে জটিলতা রয়েছে সেটা যেমন এই ছবির বিষয় তেমনি স্বামী-স্ত্রী সম্পর্কে চির ধরলে তা কী ভাবে সন্তানের উপর বাজে প্রভাব ফেলে সেটা নিয়েও বিস্তর একটা বার্তা দিতে চান পরিচালক এই ছবিতে।
• হিন্দিতে নাম রাখা হয়েছে ডে- নাইট। মূলত মানব সম্পর্কের যে জটিলতা রয়েছে সেটা যেমন এই ছবির বিষয় তেমনি স্বামী-স্ত্রী সম্পর্কে চির ধরলে তা কী ভাবে সন্তানের উপর বাজে প্রভাব ফেলে সেটা নিয়েও বিস্তর একটা বার্তা দিতে চান পরিচালক এই ছবিতে।
advertisement
5/6
• মুখ্য ভুমিকায়ে রয়েছেন ঋতুপর্ণা এবং কৌশিক সেন। তার পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন পায়েল এবং তমালিকা চন্দ। বেশ কিছু কাস্টিং এখনও বাকি রয়েছে।
• মুখ্য ভুমিকায়ে রয়েছেন ঋতুপর্ণা এবং কৌশিক সেন। তার পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন পায়েল এবং তমালিকা চন্দ। বেশ কিছু কাস্টিং এখনও বাকি রয়েছে।
advertisement
6/6
• মার্চ মাসের মাঝামাঝি থেকেই শুরু হবে এই ছবির শুটিং। কলকাতাতেই শুটিং হবে গোটা ছবির। ওয়েবে আগে এবং সিনেমা হলে পরে মুক্তি পাবে এই ছবি।
• মার্চ মাসের মাঝামাঝি থেকেই শুরু হবে এই ছবির শুটিং। কলকাতাতেই শুটিং হবে গোটা ছবির। ওয়েবে আগে এবং সিনেমা হলে পরে মুক্তি পাবে এই ছবি।
advertisement
advertisement
advertisement