

• নিউ-ইয়ার বলে কথা । পার্টি যেন শেষই হতে চায় না । বছরের অন্যান্য দিনগুলো চরম ব্যস্ততার মধ্যে কী করে যেন কেটে যায় । কিন্তু বছর শেষের এই আনন্দটুকু চেটেপুটে উপভোগ না করতে পারলেই যেন নয় । ছবি: ইনস্টাগ্রাম ৷


• ছোট পর্দার জনপ্রিয় ফ্যামিলি গেম-শো ‘দিদি নম্বর ওয়ান’-এর সঞ্চালিকা সকলের প্রিয় দিদি রচনা বন্দ্যোপাধ্যায় । ভক্তরা খুব পছন্দ করেন এই দিদি’কে । ছবি: ইনস্টাগ্রাম ৷


• রচনা বরাবরই খুব হাসিখুশি, প্রাণ খোলা । সকলের সঙ্গে তিনি মিশেও যান সহজেই । আর সে কারণেই তাঁর জনপ্রিয়তা বিপুল । ছবি: ইনস্টাগ্রাম ৷


• নিজের জীবনেও রচনা সবসময় আনন্দে-মজার মেতে থাকেন । একদিকে এই ৪৬ বছর বয়সকে যেমন তিনি তুড়ি মেরে উড়িয়েছেন, তেমনই জীবনকে সম্পূর্ণভাবে উপভোগ করতেও তাঁর জুড়ি নেই । ছবি: ইনস্টাগ্রাম ৷


• ৩১ ডিসেম্বর রাতেই বন্ধু আর পরিবারের সকলের সঙ্গে ব্যাপক মস্তি করেছিলেন রচনা । সেই ছবিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায় । ছবি: ইনস্টাগ্রাম ৷


• ফের নতুন রূপে ধরা দিলেন তিনি । নীল শর্ট ড্রেস আর মানানসই বুটস, সঙ্গে বাহারি সানগ্লাস । পোস্টের সঙ্গে সঙ্গেই দিদি সুপারহিট । ছবি: ইনস্টাগ্রাম ৷