*এ দিন পায়েল ঘুম থেকে উঠেই শেয়ার করেছেন তাঁর একটি হট লুকের ছবি। ব্যাস... সেই ছবি দেখে রীতিমতো ঘাম ঝরছে নেটিজেনদের। ছবিতে পায়ের শরীরে রয়েছে শুধুই একটি সাদা টপ। শরীরের নিচের অংশ পুরোই উন্মুক্ত। ফলে এই ছবি যে আগুন ধরাবে, তা আর বলার অপেক্ষা রাখে না। ঠিকই ধরেছেন, পায়েলের নতুন ছবি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিড়িয়ায়। ছবি: ইনস্টাগ্রাম।