সিঁথি ভর্তি সিঁদুর-কপালে চন্দন-মুকুট...কনের বেশে টলি অভিনেত্রী পার্নো মিত্র, টি-টাউনে ব্যাপক গুঞ্জন
টুকটুকে লাল শাড়ি, সিঁথি ভর্তি সিঁদুর, কপালে সযত্নে আঁকা চন্দনের কলকা, লাল টিপ, গা ভর্তি সোনার সাবেকি গয়না, চোখে মোটা কাজল, নাকে ঝোলা নথ... এক্কেবারে কনের বেশে অভিনেত্রী পার্নো মিত্র।
1/ 7


*টুকটুকে লাল শাড়ি, সিঁথি ভর্তি সিঁদুর, কপালে সযত্নে আঁকা চন্দনের কলকা, লাল টিপ, গা ভর্তি সোনার সাবেকি গয়না, চোখে মোটা কাজল, নাকে ঝোলা নথ... এক্কেবারে কনের বেশে অভিনেত্রী পার্নো মিত্র। ছবি: ইনস্টাগ্রাম।
2/ 7


*পার্নো তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন, যা নিয়ে চর্চা শুরু হয়েছে টলিউডের অন্দরে। ছবি: ইনস্টাগ্রাম।
4/ 7


*ছবির ক্যাপশন দেখে অবশ্য মনে হতেই পারে কাউকে মন দিয়েছেন টলি অভিনেত্রী! ক্যাপশনে লিখেছে, "আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ..." ছবি: ইনস্টাগ্রাম।
6/ 7


*জানা গিয়েছে, মুম্বইয়ের চিত্রগ্রাহক বন্ধু গৌরব গঙ্গোপাধ্যায়ের ফোটোশ্যুট এটি। সেখানে অবশ্য অভিনেত্রীকে দেখে পথের পাঁচালির শর্মিলা ঠাকুরকে মনে পড়তেই পারে। ছবি: ইনস্টাগ্রাম।