

*নিখিল-নুসরতের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কেউ কিছু না বললেও, তাতে যে ঘুন ধরেছে, তা আর কারও বুঝতে বাকি নেই। তার ওপর অভিনেত্রী নুসরত জাহানের একের পর এক নতুন পোস্ট ঘিরে ব্যাপক গুঞ্জন চলছে টি-টাউনে। ছবি: ইনস্টাগ্রাম।


*শোনা যাচ্ছে, নুসরতের সঙ্গে প্রেম চলছে অভিনেতা যশ দাশগুপ্তের। সেই নিয়ে এখনও দু'জনে প্রকাশ্যে অবশ্য মুখ খোলেননি। তবে নিখিলের সঙ্গে তাঁর যে সম্পর্কের অবনতি হয়েছে, তা তাঁর কিছু কথায় প্রকাশ পেয়েছে। পাশাপাশি নিখিলের বেশ কিছু পোস্টও যথেষ্ট গুরুত্বপূর্ণ। ছবি: ইনস্টাগ্রাম।


*তবে নুসরত এবং যশ দু'জনে একসঙ্গে রাজস্থান বেড়াতে গিয়েছিলেন, তা এখন আর গোপন নেই। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে মাস খানেক ধরেই। ছবি: ইনস্টাগ্রাম।


*আজ বৃহস্পতিবার অভিনেত্রী একটি নিজের ছবি শেয়ার করেছেন। তাতে তিনি যে ক্যাপশন লিখেছে, তা নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। ক্যাপশনে নায়িকা লিখেছেন, "HIS grace covers me, this is all I know. All I need. #thankfultothealmighty🙏#godaboveall #allahblessingus"। ছবি: ইনস্টাগ্রাম।


*অর্থাৎ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'ওঁর দীপ্তিতেই আমি উজ্জ্বল'। তবে এখানে এই 'HIS' ব্যক্তিত্বটি কে বা কাকে উদ্দেশ্য করে তাঁর এই পোস্ট, তা স্পষ্ট করেননি তিনি। ছবি: ইনস্টাগ্রাম।