

• ‘গোত্র’ ছবির ‘রঙ্গবতী’ নাচ তো এখনও দর্শকদের কাছে সমান জনপ্রিয় । সেই নাচে দেবলীনা কুমারের অসাধারণ পারফর্ম্যান্স আলাদা করে নজর কেড়েছিল। ছবি: ইনস্টাগ্রাম।


• উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়ের বান্ধবী দেবলীনা, পর্দায় যথেষ্ট পরিচিত মুখ । তবে ‘রঙ্গবতী’ই তাঁকে সবচেয়ে বেশি জনপ্রিয়তা এনে দেয়। ছবি: ইনস্টাগ্রাম।


• দেবলীনা খুবই স্বাস্থ্য সচেতন । ওয়ার্ক আউটের ভিডিও প্রায়ই পোস্ট করতে থাকেন সোশ্যাল মিডিয়ায় । ছবি: ইনস্টাগ্রাম।


• দেবলীনা-গৌরবের প্রেমও অনেকদিনের । বিয়ের কথাও চলছে তাঁদের । তবে লকডাউনের কারণে ভেস্তে গিয়েছে সমস্ত পরিকল্পনা । ছবি: ইনস্টাগ্রাম।


• বাঙালি বিয়েতে প্রজাপতিকে শুভ চিহ্ন মনে করা হয় । সেই প্রজাপতিই এখন দেবলীনার কোমরে শোভা পাচ্ছে । ছবি: ইনস্টাগ্রাম।


• আসলে ট্যাটু করিয়েছেন নায়িকা । আর হট একটি ছবিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় । ছবি: ইনস্টাগ্রাম।