শ্রাবন্তী ও রোশন, দুজনেই সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাক্টিভ। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের ছবি শেয়ার করেন। যেমন এই ছবিটি...! 'পিকচার পারফেক্ট' একটি ফ্রেম। পাটায়া ভ্রমণের ছবি পোস্ট কেরে রোশন ক্যাপশনে লেখেন, 'Pattaya Mein hi pattaya'। অর্থাৎ, পাটায়াতে গিয়েই শ্রাবন্তীকে পটিয়েছিলেন, মানে প্রেমে ফেলেছিলেন রোশন।