

নতুন বছরের অন্যতম বহু প্রতীক্ষীত তারকা জুটি এবার সাতপাকে বাঁধা পড়লেন। বহু দিন ধরেই জল্পনা চলছিল, কবে বিয়ে করবেন নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। অবশেষে রাজকীয় কায়দায় বিয়ের পিঁড়িতে বসলেন তারকা জুটি। আর বিয়ে মানেই সাজগোজ। যেন একটা ফ্যাশন শোয়ে হাঁটছেন সকলে। নীল তৃণার বিয়েতেও যে তারকারা ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করবেন তা আশা করাই যাচ্ছিল। দেখে নেওয়া যাক, কোন কোন তারকা এদিন ফ্যাশনে নজর কাড়লেন।


এদিন বিয়েতে একেবারে শো স্টপারের মতো নজর কেড়েছেন অভিনেত্রী দর্শনা বণিক। গোলাপি ও কমলা রঙের কম্বিনেশনে একটি লেহেঙ্গা পরেন তিনি। কানে ভারী দুল পরলেও গলা ফাঁকা রাখায় সাজটি পরিপূর্ণতা পেয়েছে। সঙ্গে নিয়েছিলেন মানানসই ক্লাচ।


এদিন স্পেশাল গেস্টের মধ্যে ছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায় ও তাঁর স্ত্রী অভিনেত্রী রফিয়াদ রশিদ মিথিলা। হালকা সাজেই এদিন নজর কেড়েছেন মিথিলা। তাঁর শাড়ির সংগ্রহ প্রায়ই তাক লাগায়। এদিন হালকা আকাশি রঙের ঢাকাই জামদানি পরেছিলেন তিনি। সঙ্গে একেবারে ম্যাচিং ব্যাগ। গলায় ও কানে ছিল হালকা সোনার গয়না।


গুণগুণ থুড়ি তৃণার বিয়েতে তাঁর দুই বান্ধবী তথা সহ অভিনেত্রীও নজর কাড়েন। প্রিয়ঙ্কা মিত্র এদিন একটি মাজেন্টা রঙের জমকালো শাড়ি পরেন। গলার চোকার ছিল বিশেষ ভাবে নজর কাড়ার মতো। অভিনেত্রী সোনাল মিশ্র একটি হালকা প্যাস্টেল শেডের লেহেঙ্গা পরেন। ছিমছাম সাজেই নজর কাড়েন তিনিও।


শুধু মহিলারাই নন। টেলিভিশনের আর এক জনপ্রিয় অভিনেতা ক্রুশাল আহুজাও এদিন ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করেছেন। এদিন তিনি একটি সাদা যোধপুরি ধোতি প্যান্টের সঙ্গে ফ্যাশনেবল কুর্তা পরেন। পায়ে ছিল নাগড়াই।