• আমাদের দেশে প্রথম চলচ্চিত্র কীভাবে শুরু হয় তার একটা দারুন ইতিহাস আছে। ১৯১৩ খ্রিষ্টাব্দে দাদা সাহেব ফালকে রাজা হরিশচন্দ্র ছবি নির্মাণের প্রায় দশ বছর আগেই ছবি নির্মাণে সফল হয়েছিলেন হীরালাল সেন। কিন্তু সেই ইতিহাস খুব বেশি লোক জানেন না। ভারতবর্ষে প্রথম বিজ্ঞাপন ছবি ও পলিটিক্যাল ডকুমেন্টারি নির্মাণের শিরোপা যায় হীরালাল সেনের প্রতি।