

বয়স বড্ড ছোট, তাতে কী, উৎসবে রীতিমত সেজেগুজে মায়ের কোলে ছোট্ট আদিদেব! Photo Cpurtesy: Instagram


গণেশ চতুর্থীতে বাড়িতে ধুমধাম করে হচ্ছে পুজো৷ মা সুদীপার কোলে চুপটি করে বসে ছেলে আদিদেব৷ Photo Cpurtesy: Instagram


বাড়ি সব উৎসব উদযাপন হয়৷ চট্টোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোর তো বিশেষ নাম রয়েছে৷ দুর্গাপুজোর কিছুটা সময় বাকি৷ কিন্তু গণেশপুজো দিয়েই শুরু হল উদযাপন৷ এটাই আদিদেবের প্রথম পুজোর পাঠ৷ সাজও হয়েছে মানিয়ে৷ মায়ের কোলে চুপটি করে বসে পুজোর আনন্দ নিচ্ছে সে৷ Photo Cpurtesy: Instagram


কিছুদিন আগেই ছিল জন্মাষ্টমী৷ দেখুন তাতে কেমন সেজেছিলেন সুদীপা-অগ্নিদেবের পুত্র! Photo Cpurtesy: Instagram


মা সুদীপার দাবি ছোট্ট আদি একেবারে তাঁর মতোই দেখতে৷ অর্থাৎ ছোট্ট সুদীপার সঙ্গে ছোট্ট আদির নাকি হুবহু মিল রয়েছে৷ তারই প্রমাণে নিজের ছোটবেলার ছবির সঙ্গে জুড়ে দিলেন আদিদেবের ছবি৷ দেখুন তো সুদীপার দাবি ঠিক কি না? Photo Cpurtesy: Instagram


বাবা অগ্নিদেবের কোলে আদি৷ সঙ্গে রয়েছেন আদির দাদা আকাশ৷ দুই ভাইয়ের বয়সের পার্থক্য অনেকটাই৷ আগ্নিদেবের আগের পক্ষের ছেলে আকাশ৷ Photo Cpurtesy: Instagram