

*আর মাত্র কয়েকটা দিন। সেপ্টেম্বরেই ভূমিষ্ট হতে চলেছে রাজ-শুভশ্রীর প্রথম সন্তান। আপাতত অপেক্ষার প্রহর গুনছেন হবু বাবা-মা। নতুন অতিথির জন্য মম টু বি প্রচন্ড উৎকন্ঠায়। ছবিঃ ইনস্টাগ্রাম।


*সোমবার ফ্লোরাল প্রিন্টের ফ্রকে ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা একটি ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্টে করেছেন শুভশ্রী। ছবিতে পরম যত্নে নিজের বেবিবাম্প ধরে পোজ দিয়েছেন। সেখানেই সন্তানের ছোট্ট ছোট্ট পায়ে লাথি মারার অনুভূতি শেয়ার করেছেন। ছবিঃ ইনস্টাগ্রাম।


*ক্যাপশনে লিখেছেন, 'কারোর লাথি মারার অনুভূতি যে এতটা সুন্দর, তা কোনওদিনই স্বপ্নেও ভাবিনি'। ছবি পোস্ট করার মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়েছে। শুভেচ্ছার বন্যায় ভাসছে তার ইনস্টার দেওয়াল। ছবিঃ ইনস্টাগ্রাম।


*মা হতে চলেছেন নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় ৷ দ্বিতীয় বিবাহবার্ষিকীতে রাজ-শুভশ্রী সবাইকে জানিয়ে ছিলেন তাঁদের জীবনে নতুন সদস্য আসার কথা৷ তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা। ছবিঃ ইনস্টাগ্রাম।


*তবে আর বেশি দেরি নেই । মাস খানেকের মধ্যেই চক্রবর্তী পরিবারে চলে আসবে নতুন অতিথি। ছবিঃ ইনস্টাগ্রাম।