

সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ বাংলার আইকন৷ বাংলার ক্রিকেট ও সৌরভ একেবারে সমার্থক৷ এবার সৌরভকে দেখা যাবে জনপ্রিয় বাংলা ধারাবাহিক বকুলকথায়৷ বকুল অর্থাৎ ঊষশীকে এবং সৌরভকে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে৷


গত সোমবার অর্থাৎ ৫ অগস্ট এই বিশেষ দৃশ্যের শ্যুটিং হয় রাজারহাটের ডি আর আর স্টুডিওয়ে৷ সিরিয়ালে বকুলকে ক্রিকেট খেলার জন্য অনুপ্ররণা জোগাতে দেখা যাবে দাদাকে৷ অ্যাকরোপলিস এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে এই তথ্য দিয়েছেন অর্ণব রায়৷


জমি আত্মসাৎ-এর এক ঘটনাকে কেন্দ্র করে ক্রিকেট খেলার চ্যালেঞ্জ আসে বকুলের কাছে৷ সেই ক্রিকেট ম্যাচের জন্যই বকুলের সামনে আসেন সৌরভ৷ বকুল ছাড়াও সেখানে উপস্থিত থাকতে দেখা যাবে ঋষি ও কয়েকজন কচিকাচাকে৷


ক্রিকেট মানেই সৌরভ, তাই ক্রিকেটের এই দৃশ্যের জন্য সৌরভের উপস্থিতি চেয়েছিলেন বকুলকথার পরিচালক-প্রযোজক৷


চ্যানেল কর্তৃপক্ষের কাছে এই আবেদন রাখেন তারা৷ চ্যানেলে পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয় এবং শেষ পর্যন্ত বকুলকথায় উপস্থিত থাকতে চলেছেন সৌরভ৷