

• কথায় আছে না শিরে সংক্রান্তি। অবস্থাটা একেবারেই তাই। সময়টা পিঠে পুলির। আর শীত তার শেষ কামড় দিতে হাজির। ঠান্ডার হাত থেকে বাঁচতে হবে। কিন্তু স্টাইলটা বজায় না রেখলে চলে? শেষ শীতে আপনাকে সুন্দর যাতে দেখায়, সেই দায়িত্ব নিলাম আমরা। রইল ঐশ্বর্য সেনের টিপস। নায়িকা শেয়ার করলেন তাঁর উইন্টার এসেনশিয়ালস।


• সোয়েট শার্ট- শীতের সময়, কাঁপতে কাঁপতে স্টাইল করার কোনও মানেই হয় না। তার চেয়ে বরং একটু বাহারি শীত পোশাক পরতে পারেন। ঐশ্বর্যর পছন্দ সোয়েট শার্ট। এটা পরলে কলকাতার শীত আটকানো যায়। নায়িকার মতে, সোয়েট শার্ট খুব কিউট। ( মিকি মাউস আঁকা)


• উলেন প্যান্ট- শীতের সময় পায়ে ঠাণ্ডাটা কিন্তু বেশ ভালই লাগে। তার জন্য জিন্স বা প্যান্টের তলায় উলেন প্যান্ট পরুন। যে কোনও টপের সঙ্গে ব্রাইট উলেন প্যান্ট এমনিতেও পরতেই পারেন, মন্দ দেখাবে না। ঐশ্বর্যর সব চেয়ে ঠাণ্ডা লাগে পায়ে ও কানে, তাই উলেন প্যান্ট শীত কালে নায়িকার ওয়াড্রব স্টেপেল। (পিঙ্ক রঙের প্যান্ট)


• উলেন হেডফোন- ঐশ্বর্য আগেই বলেছেন, ওঁর কানে ঠান্ডা লাগে। কিন্তু বাঁদর টুপি পরলে নায়িকার নিজেকে ভারী বোকা বোকা দেখায়। তাই ঐশ্বর্য পছন্দ করেন উলেন হেডফোন। সুন্দরও দেখায়, সঙ্গে ঠান্ডাও আটকায়।