• করোনা, লকডাউন স্বাভাবিক জীবনযাপন একেবারে পাল্টে দিয়েছিল। সমস্ত কিছুর মতো ক্ষতিগ্রস্ত হয়েছিল বিনোদন শিল্প। প্রেক্ষাগৃহ থেকে শুরু করে বন্ধ হয়ে গিয়েছিল শ্যুটিং। আবার নতুন করে শুরু হয়েছে সব কিছু।
2/ 9
• কম লোকবলে চলছে ছবি, ধারাবাহিক বানানোর কাজ। শুরু হয়েছে আউট স্টেশন শ্যুটিংও। ক’দিন আগেই দার্জিলিং-এ পাড়ি দিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও চন্দন রায় সান্যাল। তাঁদের হিন্দি ছবি 'সল্ট'-এর শ্যুটিং হল দার্জিলিং-এর পাহাড়ের কোলে।
3/ 9
• 'সল্ট' একটি রোম্যান্টিক ছবি। এই ছবির পরিচালক সানি রায়। একটি গান ও রোম্যান্টিক দৃশ্যের শ্যুটিং হল দার্জিলিং-এর নানা লোকেশনে।
4/ 9
• 'সল্ট' মূলত প্রেমের ছবি। তবে তার মধ্যেও রয়েছে নতুনত্ব। চন্দন রায় সান্যাল ও ঋতুপর্ণার পেয়ারিং বেশ অন্য রকম।
5/ 9
• হিন্দিতে ছবি তো করেন, কিন্তু চন্দন সে ভাবে বাণিজ্যিক বাংলা ছবিতে কাজ করেননি। তবে বাংলার অন্য ধারার ছবি তিনি করেছেন।
6/ 9
• ঋতুপর্ণাও হিন্দি ছবিতে কাজ করেছেন। আর বাংলার কথা তো বলাই বাহুল্য। তবে দু’জনের ছবি করার ধরন বেশ আলাদা। এঁদের দুজনের রসায়ন কেমন হয়, তা নিয়ে আগ্রহ রয়েছে।