*সদ্যই বাবা হয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। শনিবার দুপুরে পার্কস্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন শুভশ্রী। ছবি: ইনস্টাগ্রাম।
2/ 8
*সন্তান জন্মানোর কয়েক ঘণ্টার মধ্যেই রাজ এবং শুভশ্রী সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সদ্যোজাতর প্রথম ছবি শেয়ার করেন৷ ছবি: ইনস্টাগ্রাম।
3/ 8
*রাজ-শুভশ্রীর ছেলের নাম Yuvaan Chakraborty৷ শুভশ্রী ছেলের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, '' We are blessed with a baby boy!! YUVAAN says “Hello” to you all ...।'' ছবি: ইনস্টাগ্রাম।
4/ 8
*হাসপাতাল থেকে এখনও ছুটি পাননি রাজের শুভ। তাই নিয়মিত ছেলে ইউভান আর স্ত্রী শুভশ্রী’র সঙ্গে দেখা করতে হাসপাতালে যাচ্ছেন রাজ। ছবি: ইনস্টাগ্রাম।
5/ 8
*বুধবারও শুভশ্রী এবং ইউভানের সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছিলেন। সেখানেই ছেলের সঙ্গে কথা বলার একটি ভিডিও কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ। ছবি: ইনস্টাগ্রাম।
6/ 8
*বুধবার সন্ধ্যায় ৫০ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন পরিচালক। সেখানে দেখা যাচ্ছে ছেলের সঙ্গে রীতিমতো গল্প করছেন রাজ। পাশেই রয়েছেন মা শুভশ্রী এবং একজন নার্স। ছবি: ইনস্টাগ্রাম।
7/ 8
*অবাক বিস্ময়ে বাবার দিকে বড় বড় চোখে চেয়ে রয়েছে ছোট্ট ইউভান। বাবা-ছেলের কীর্তিতে হাসছেন শুভশ্রী। ছবি: ইনস্টাগ্রাম।
8/ 8
*রাজ ছেলেকে শেখাচ্ছেন বাড়ি গিয়ে কাকে কাকে 'হ্যালো' বলতে হবে। ভিডিও শেয়ার করে ক্যাপশনে রাজ লিখেছেন, "My love Yuvaan❤️" ছবি: ইনস্টাগ্রাম।