

• সদ্যই মা হয়েছেন বলিউডটলিউড অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। সদ্যোজাতর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন অভিনেত্রী। ছবি: ইনস্টাগ্রাম।


• নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ৬ দিনের ছেলের ছবি শেয়ার করেন পূজা। স্বামী কুণাল ভর্মার সঙ্গেই হাসপাতালের কেবিনে পোজ দিতে দেখা যায় বাঙালি অভিনেত্রীকে। ছবি: ইনস্টাগ্রাম।


• গত ৯ অক্টোবর পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পূজা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ ১২ বছরের প্রেমের সম্পর্ক ছিল পূজা এবং কুণালের। এরপর ২০১৭-র ১৬ অগাস্ট পূজা এবং কুণালের এনগেজমেন্ট হয়। এরপর ২০২০-র ১৫ এপ্রিলে সামাজিক নিয়মে বিয়ের কথা ছিল। কিন্তু করোনার জন্য তা হয়নি। তবে সেদিনই রেজিস্ট্রি করে নেন তাঁরা। ছবি: ইনস্টাগ্রাম।


• এর কিছুদিনের মধ্যেই প্রকাশ্যে আসে সুখবরটি । মা হতে চলেছেন নায়িকা । জানা গিয়েছে, করোনা পরিস্থিতি কেটে গেলে সন্তান কোলে নিয়েই সম্ভবত বিয়ের পিঁড়িতে বসবেন পূজা আর কুণাল । ছবি: ইনস্টাগ্রাম।