এই জুটির বিচ্ছেদ কোনভাবেই মানতে পারেননি ভক্তরা ৷ অতি বুম্বা ভক্তও নায়িকা হিসেবে ঋতুপর্ণাকেই চাইবেন তাঁদের বুম্বাদার পাশে ৷ যখনই জুটিতেথাকেন এরা, তখনই জ্বলে ওঠে স্ক্রিন ৷ মঞ্চেও একই ম্যাজিক তৈরি হয় ৷ যেমন হল দুবাইয়ে ৷ বঙ্গ প্রবাসী মিলাপ ২০১৮-এর মঞ্চও মেতে উঠল প্রসেনজিত-ঋতুপর্ণাকে পেয়ে ৷ Photo Courtesy: Facebook Page: Rituparna Sengupta