সহজকে নিয়ে প্রিয়ঙ্কার জন্মদিন পালন! সকাল সকাল সায়ন্তনী পৌঁছলেন বন্ধুদের নিয়ে
জন্মদিনের সেলিব্রেশনের নানা মুহূর্তে সায়ন্তনী ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন। দেখা যাচ্ছে এক সঙ্গে তিনটি কেক কাটছেন প্রিয়ঙ্কা। মায়ের জন্মদিনের সেলিব্রেশনে যোগ দেয় ছোট্ট সহজও।


জন্মদিনের শুরুটাই হই হই করে শুরু করলেন অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার। সকাল সকাল ছেলে সহজ আর বন্ধু সায়ন্তনী-সহ অন্যান্যদের নিয়ে সেলিব্রেট করলেন তিনি।


অভিনেত্রী তথা প্রিয়ঙ্কার বন্ধু সায়ন্তনী গুহঠাকুরতা জানান, আজ সকাল ৮টা নাগাদ তিনি অন্য বন্ধুদের নিয়ে পৌঁছে যান প্রিয়ঙ্কার বাড়ি। সকলেই অভিনেত্রীর জন্য নানা উপহার ও কেক নিয়ে যান।


জন্মদিনের সেলিব্রেশনের নানা মুহূর্তে সায়ন্তনী ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন। দেখা যাচ্ছে এক সঙ্গে তিনটি কেক কাটছেন প্রিয়ঙ্কা। মায়ের জন্মদিনের সেলিব্রেশনে যোগ দেয় ছোট্ট সহজও।


তবে গতকাল রাত বারোটার সময়ে অর্থাৎ জন্মদিনের একদম শুরুটা বাবা মায়ের সঙ্গে কাটিয়েছেন প্রিয়ঙ্কা। তাই সকাল বেলাই অভিনেত্রীকে সারপ্রাইজ দেওয়ার জন্য বেছে নিয়েছেন সায়ন্তনীরা।


বেলা গড়ালে শ্যুটিং থাকতে পারে ভেবে সকাল সকালই পৌঁছে গিয়েছেন প্রিয়ঙ্কার কাছে। কারণ প্রিয়ঙ্কার নাকি আজ শ্যুটিংও থাকতে পারে। সব মিলিয়ে একসঙ্গে সকলে খুব মজা করেছেন বলে জানান সায়ন্তনী।