

#কলকাতা: টলিপাড়ায় গুঞ্জন, অভিনেত্রী নুসরত জাহানের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তাঁর স্বামী নিখিল জৈনের। বিয়ের দেড় বছর হতে না হতেই প্রায় সম্পর্কে ইতি টানতে বসেছেন দুজনে। আর অন্যদিকে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরতের ঘনিষ্ঠতা নিয়ে সরগরম টলিউডে। তবে কোনটা ঠিক বা কোনটা ভুল, সেই ব্যাপারে স্পষ্ট করে কিছুই বলেননি নুসরত।


দেড় বছরের বিয়েতে যে ইতি টেনেছেন তা বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী। এক সংবাদমাধ্যমের কাছে নুসরত জানিয়েছেন, তাঁরা আলাদা থাকতে শুরু করেছেন। নুসরত এখন বাবা মায়ের কাছে রয়েছেন। তবে ঠিক কী কারণে দূরত্ব তা এখনও স্পষ্ট নয়। মনে করা হচ্ছে যশের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই হয়তো সম্পর্কে ভাঙন ধরেছে।


এদিকে নুসরত ও নিখিল পরস্পরকে নাম না করে সোশ্যাল মিডিয়ায় নানা ভাবে তির্যক মন্তব্য করছেন। নাম না নিলেও নেটিজেনদের আন্দাজ তাঁরা পরস্পরের জন্যই এমন পোস্ট করছেন।


একটি পোস্টে নুসরত যেমন বুঝিয়েছেন, তিনি জীবনে ভুল সিদ্ধান্ত নিয়েছেন। ক্যাপশনটিতে নুসরত লিখেছেন, একটি ভুল সিদ্ধান্ত একটি সঠিক স্থানেও নিয়ে যেতে পারে। নেটিজেনদের আন্দাজ, এটি নিখিলকে উদ্দেশ্য করেই লিখেছেন অভিনেত্রী।


আবার নিখিলও একটি পোস্টে লিখেছেন, কখনও খ্যাতি, ফ্যান, ফিল্টার এগুলি দেখে মুগ্ধ হওয়া ঠিক নয়। এমনকী নিখিল ও নুসরতের প্রায় মুখ দেখাদেখিও বন্ধ হয়েছে। ইনস্টাগ্রামে পরস্পরকে আনফলো করেছেন দুজনে। আর এর পরেই আরও স্পষ্ট হয়েছে যে, সম্পর্কে ভালোই চিড় ধরেছে।


যদিও কারণ বলতে নারাজ অভিনেত্রী। তিনি ব্যক্তিগত রাখতে চাইছেন সবটা। এমনই জানিয়েছেন। জানা যাচ্ছে এসওএস ছবির শ্যুটিং চলাকালীনই যশের সঙ্গে ঘনিষ্ঠতা শুরু হয় হয় নুসরতের। তার পরে এমনকি যশের সঙ্গে বেশ কিছু ছবিও পোস্ট করেন নুসরত। যদিও বিগত কয়েক মাসে নিখিলের সঙ্গে কোনও ছবি নেই অভিনেত্রীর।


এমনকি গত শনিবার নুসরতের জন্মদিন ছিল। যশ দাশগুপ্ত সহ আরও অনেকে এদিন নুসরতকে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু নিখিলের তরফ থেকে অভিনেত্রীর জন্য কোনও শুভেচ্ছার পোস্টও দেখা যায়নি।