

#কলকাতা: দূরত্ব বেড়েছে অভিনেত্রী নুসরত জাহান ও নিখিল জৈনের সম্পর্কে। খোলাখুলি সেই বিষয়ে কথা না বললেও, সোশ্যাল মিডিয়ায় এখন এটিই অন্যতম চর্চিত বিষয়। অন্য়দিকে টলিপাড়ায় গুঞ্জন নুসরত ও অভিনেতা যশ দাশগুপ্তকে নিয়ে। এর মধ্যেই অন্য আর এক তরুণীর সঙ্গে ছবি পোস্ট করলেন নিখিল।


মঙ্গলবার নুসরতেরই বোন নুজাত জাহানের সঙ্গে একটি ছবি শেয়ার করেন নিখিল। সেই ছবির কমেন্টে নুজাত লেখেন, সব কিছুর জন্য ধন্যবাদ। অর্থাৎ বোঝাই যাচ্ছে, নুসরতের সঙ্গে দূরত্ব বাড়লেও পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন নিখিল।


নুজাত নিজের ইনস্টাগ্রামে আবার দিদি নুসরতের সঙ্গে একটি মজার ভিডিও শেয়ার করেছেন। তবে নুসরত ও নিখিল পরস্পরকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করে দিয়েছেন বেশ কিছুদিন আগেই। আর তার থেকেই দুজনের দূরত্ব স্পষ্ট হয়েছে।


নুজাত নিজের ইনস্টাগ্রামে আবার দিদি নুসরতের সঙ্গে একটি মজার ভিডিও শেয়ার করেছেন। তবে নুসরত ও নিখিল পরস্পরকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করে দিয়েছেন বেশ কিছুদিন আগেই। আর তার থেকেই দুজনের দূরত্ব স্পষ্ট হয়েছে।


এদিকে যশের সঙ্গে রাজস্থান থেকে বেড়িয়েও এসেছেন নুসরত। তাঁদের দুজনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে ফ্যান পেজও। একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানেও যাচ্ছেন নুসরত ও যশ দাশগুপ্ত। অনুরাগীরা তাঁদের যশরত নামে ডাকছেন।


জানা যাচ্ছে এসওএস ছবির শ্যুটিং চলাকালীনই যশের সঙ্গে ঘনিষ্ঠতা শুরু হয় হয় নুসরতের। তার পরে এমনকি যশের সঙ্গে বেশ কিছু ছবিও পোস্ট করেন নুসরত। যদিও বিগত কয়েক মাসে নিখিলের সঙ্গে কোনও ছবি নেই অভিনেত্রীর। অন্যদিকে প্রায়ই যশের সঙ্গে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। প্রসঙ্গত ২০১৯ এর ১৯ জুন বিয়ে করেছিলেন নুসরত ও নিখিল। দেড় বছরের মাথায়ই সম্পর্কে ইতি টানতে চলেছে দুজনে।