

• ফের কি টলিপাড়ায় ভাঙতে চলেছে সংসার? টলিউডে কান পাতলেই এখন অবশ্য তেমনই গুঞ্জন শোনা যাচ্ছে । অভিনেত্রী সাংসদ নুসরত জাহানের সঙ্গে কি সত্যিই বিচ্ছেদ হয়ে যাবে প্রখ্যাত বস্ত্র ব্যবসায়ী নিখিল জৈনের? সে উত্তর অবশ্য এখনও সকলেরই অজানা । ছবি: ইনস্টাগ্রাম।


• তবে দু’জনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলে সেই আশঙ্কাই সত্যি বলে মনে হচ্ছে । ২০১৯ সালের ১৯ জুন তুরস্কতে এক বিলাসবহুল বিবাহ অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েন নিখিল-নুসরত । মুসলিম, হিন্দু ও খ্রিস্টান মতে বিয়ে হয়েছিল তাঁদের । কিন্তু আড়াই বছরের মাথায় বিয়েতে কালো মেঘের ঘনঘটা । ছবি: ইনস্টাগ্রাম।


• গত কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরতের ঘনিষ্ঠতা নাকি ভাল চোখে দেখছেন না নুসরতের স্বামী নিখিল । আর এর জেরেই তাঁদের সম্পর্ক এখন প্রশ্ন চিহ্নের মুখে । ছবি: ইনস্টাগ্রাম।


• ইতিমধ্যেই ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ করে দিয়েছেন নিখিল-নুসরত । শুধু তাই নয়, নিখিলের সঙ্গে বহু পোস্টও সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দিয়েছেন নায়িকা । ছবি: ইনস্টাগ্রাম।


• এই মুহূর্তে নুসরতের ইনস্টাগ্রামে চোখ রাখলে দেখা যাবে গত বছর বিবাহবার্ষিকীর সময় নিখিলের সঙ্গে পোস্ট করা একটি ছবি ও তাঁদের প্রি-ওয়েডিং ভিডিওটি এখনও তাঁর ওয়ালে রয়েছে । কিন্তু তারপর থেকে আর কোনও পোস্টই নিজের হ্যান্ডেলে রাখেননি নুসরত । ছবি: ইনস্টাগ্রাম।


• শুধু তাই নয়, গত ৮ জানুয়ারি ছিল নুসরতের জন্মদিন । ৩১ বছরে পা দিলেন নায়িকা । কিন্তু ওই বিশেষ দিনেও স্ত্রী’কে সোশ্যাল মিডিয়ায় কোনও শুভেচ্ছাবার্তা জানাননি নিখিল । এমনকি নুসরতের জন্মদিনের পার্টিতেও দেখা যায়নি নিখিলকে । যা বেশ অবাক করেছে নেটিজেনদের । ছবি: ইনস্টাগ্রাম।