

•বিয়ে সারলেন গৌরব-দেবলীনা৷ এবার দেবলীনার নামের সঙ্গে যুক্ত হল চট্টোপাধ্যায় পদবী৷ তিনি হলেন উত্তমকুমারের নাতবউ৷ আর বিয়ের পর শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে নিয়ে প্রথম ছবি তুললেন দেবলীনা৷


•এই ছবিতে তিনি পরেছেন বেগুনি রঙের বেনারসি, সঙ্গে সোনালী রঙের ব্লাউজ৷ অবশ্যই সোনার গয়না রয়েছে মানানসই৷


•স্বামী গৌরবকে পাশে রেখে নতুন পরিবারের সঙ্গে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, দা বেস্ট৷ অর্থাৎ সেরা পরিবার৷


•বৈদিক মতে হল দেবলীনা-গৌরবের বিয়ে । বিয়েতে কন্যা সম্প্রদান হয়নি । তবে নিয়ম মেনে মালাবদল, সাত পাক ঘোরা, সিঁদুর দান সবই হয়েছে । বিয়ের পর দিন সকাল সকাল উত্তম কুমারের নাত-বৌ রওনা দিয়েছিলেন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে ।


•অবাঙালি রীতি মেনে যেমন হয়েছে মেহেন্দি, তেমনই খাঁটি বাঙালি আচার মেনে আলতাও পরেছিলেন দেবলীনা । নান্দীমুখ, জল সইতে যাওয়া, গায়ে হলুদ, সবকিছুই অক্ষরে অক্ষরে পালন করেছেন তিনি ।


•দেবলীনা বাবা-মায়ের একমাত্র মেয়ে । তাই মনে খুলে তাঁর বিয়ের আয়োজন করেছেন সকলে। তবে করোনার কারণে মন মতো ধুমধাম করতে পারেননি । ঘনিষ্ঠ পরিজন আর বন্ধুবান্ধবদের নিয়েই হয়েছে অনুষ্ঠান ।