

বউভাত তথা রিসেপশান হে গেল নীল তৃণার। প্রেমের দিনে একে অন্যেকে বাহুডোরে বাঁধলেন নীল তৃণা। সাক্ষী থাকল দুই পরিবার, নীল-তৃণার বন্ধুরা এবং টলিপাড়ার বিখ্যাত ব্যক্তিত্বরা।


পিসি চন্দ্র গার্ডেনে হচলো নীল-তৃণার রিসেপশন। প্রেমের দিন, তাই দুজনের পোশাকেই ছিল রয়েছে লালের ছোঁয়া। নীল এদিন একটি কালচে মেরুন রঙের শেরওয়ানি। অন্যদিকে তৃণা পরেন গাঢ় লাল রঙের একটি লেহেঙ্গা।


হাজির ছিলেন অঙ্কুশ ঐন্দ্রিলা।অঙ্কুশ পরেন গাঢ় নীল গলাবন্ধ কোর্ট। ঐন্দ্রিলার পরণেও ছিল জমকালো ডিজাইনার পোশাক।


নীল তৃণার বিয়েতেও ছিল নানা রকমের চমক। জল পথে তৃণাকে বিয়ে করতে এসেছিলেন নীল। এছড়াও নীল তৃণার বিয়েতে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তৃণাকে আশীর্বাদও করেন তিনি। এছাড়াও বিয়েতে এসেছিলেন সৃজিত মুখোপাধ্যায়, মিথিলা, দর্শনা বণিক সহ আরও অনেকে।


পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী-এই মন্ত্রেই যেন একে অন্যেকে বাঁধলেন ওঁরা।