• গতকালই আলিপুর জেলে গিয়ে শনাক্ত করে এসেছেন অপরাধীকে । রাস্তায় ট্যাক্সি চালকের কুরুচিকর ইঙ্গিতের বিরুদ্ধে সরব হয়েছিলেন টলিউডের প্রথম সারির নায়িকা ও সাংসদ মিমি চক্রবর্তী ।
2/ 6
• মিমি’র অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয় । এরপর অনলাইন খাবার ডেলিভারি সংস্থা ‘সাবওয়ে’র বিরুদ্ধেও সরব হয়েছিলেন নায়িকা। ফাঙ্গাস ভর্তি বার্গার ডেলিভারি করেছিল তারা ।
3/ 6
• মিমি একদিকে যেমন অভিনেত্রী, অন্য দিকে দায়িত্বশীল সাংসদও । অন্যায়ের প্রতিবাদে রুখে দাঁড়াতে দু’বার ভাবেন না । সম্প্রতি সরব হয়েছেন, বলিউডের মাদকচক্রে নারীদের রমরমার বিষয়টি নিয়েও । বলেছেন, এ ক্ষেত্রেও পুরুষতন্ত্রের গন্ধ পাচ্ছেন তিনি ।
4/ 6
• সেই মিমির শক্তি, সাহস, দৃঢ়তার উৎস তাঁর হাতের একটি ট্যুাটু । মিমি ভক্তরা এতদিনে সকলেই জেনে গিয়েছেন নায়িকার হাতের ওই ট্যাটুর কথা ।
5/ 6
• মিমির ডান হাতের কব্জিতে রয়েছে নৃত্যরত নটরাজের একটি ট্যাটু । সেই ট্যাটু’কে নিজের লাকি চার্ম মনে করেন নায়িকা ।
6/ 6
• সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দু’টি ছবি পোস্ট করে মিমি লেখেন, ‘‘আমার বিশ্বাস ,আমার আরাধ্য দেবতা, আমার শক্তি ... আমার নটরাজ ,আমার শিব , আমার ভক্তি ।’’