• সম্পর্ক নিয়ে কখনওই লুকোছাপা করেননি দেবলীনা-গৌরব । বিয়ে নিয়ে বরাবরই স্বপ্ন দেখতেন দেবলীনা । ধূমধাম করে বিয়ে করার ইচ্ছাও ছিল ষোলো আনা । কিন্তু করোনা সবকছু মাটি করে দিল । তাই ছিমছাম ভাবেই ঘনিষ্ঠ মানুষদের উপস্থিতিতেই সাত পাকে বাঁধা পড়ার সিদ্ধান্ত নিলেন টলিউডের এই হট কাপল ।