

নতুন বছরের অন্যতম বহু প্রতীক্ষীত তারকা জুটি এবার সাতপাকে বাঁধা পড়লেন। বহু দিন ধরেই জল্পনা চলছিল, কবে বিয়ে করবেন নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। অবশেষে রাজকীয় কায়দায় বিয়ের পিঁড়িতে বসলেন তারকা জুটি। আর বাঙালির বিয়ের অন্যতম আকর্ষণ মেনু। জেনে নেওয়া যাক নীল-তৃণার বিয়ের মেনুতে কী কী ছিল।


প্রথমে সালাড থেকে শুরু করে শেষে ডেজার্ট পর্যন্ত ছিল নানা রকমের চমক। সালাডের মধ্যে ছিল রায়তা, চিকেন সালাড, ফ্রুট সালাড, রাশিয়ান সালাড, পাস্তা, দই বড়া আরও অনেক কিছু।


মেন কোর্স অর্থাৎ যে মেনু নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ থাকে সেখানেও ছিল খাবারের সম্ভার। ছিল কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল, বাটার নান, ডাল মাখানি, জিরা রাইস, ভেটকি পাতুড়ি, বাসন্তী পোলাও।


আমিষ পদে ছিল আরও দুরকমের মাছ এবং দুরকমের মাংস। বাঙালি বিয়ে বাড়িতে আজকাল চিতল মাছের মুইঠা হয় না। কিন্তু নীল তৃণার বিয়েতে নজর কাড়ে সেটাই। এছাড়াও ছিল মিহি মালাই চিকেন, প্রন মালাই, মাটন কষা এবং চাটনি ও পাপড়।


এর পরেই আসে মধুরেণ সমাপয়েত অর্থাৎ মিষ্টিমুখ। ডেজার্টেও ছিল চমক। গরম গরম মালপোয়ার সঙ্গে ক্ষীর এবং সঙ্গে ছিল পাটিসাপ্টা ও মিষ্টি। এছাড়াও ছিল বাহারি আইসক্রিম।


খাবারের সঙ্গে অতিথিদের তালিকাতেও রয়েছে বিশেষ কিছু নাম। স্ত্রী মিথিলার সঙ্গে আসেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এদিন তাঁদের একসঙ্গে ছবিও তুলতে দেখা যায়। তবে এদিনের চিফ গেস্ট ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাড়াতাড়িই পৌঁছে যান তিনি। বিয়ের আগেই আশীর্বাদ করেন তৃণাকে।


প্রসঙ্গত, টেলিভিশনের এই হিট তারকাজুটির ভক্তের সংখ্যা হাতে গুনে শেষ করা যাবে না। বহুদিন ধরেই তাঁদের বিয়ে নিয়ে তুমুল জল্পনা চলছে। বিগত কয়েক মাসে দুজনের ব্যাচেলরেট, আইবুড়ো ভাত সব মিলিয়ে সোশ্যাল মিডিয়া ছিল সরগরম। নীল ও তৃণার এনগেজমেন্টেও ছিল চমক। তৃণাকে যে আংটি পরিয়েছেন নীল সেটি ড্রোনে করে উড়ে আসে।