*পায়েল সরকার ৷ সিনেমায় কম দেখা গেলেও, সোশ্যাল মিডিয়ায় আজকাল বেশ অ্যাক্টিভ তিনি৷ পায়েলের হত ফটোশ্যুট এখন 'টক অফ দ্য টাউন'। একের পর এক ফটোশ্যুটে ঝড় তুলছেন পায়েল৷ যা দেখে নেটিজেনদের উথাল্পাথাল অবস্থা৷ পায়েল গোপনে গোপনে সেটা জেনেও ফেলেছেন, তাই তো সপ্তাহ ঘুরতে না ঘুরতে নতুন নতুন অবতারে ধরা দিচ্ছেন ৷ ছবি: ইনস্টাগ্রাম ।