হোম » ছবি » বিনোদন » খুব শীঘ্রই শাশুড়ি হতে চলেছেন সুদীপা, হবু বৌমার সঙ্গে ছবি শেয়ার করলেন তিনি
খুব শীঘ্রই শাশুড়ি হতে চলেছেন সুদীপা চট্টোপাধ্যায়, হবু বৌমার সঙ্গে ছবি শেয়ার করলেন তিনি
Bangla Editor
1/ 14
• ‘রান্নাঘর’খ্যাত সুদীপা চট্টোপাধ্যায় এ বার শাশুড়ি হতে চলেছেন । একটু অবাক হচ্ছেন, ভাবছেন সুদীপা আর পরিচালক অগ্নিদেবের ছেলে আদিদেব তো এখনও পুঁচকে । তার এখন বিয়ের বয়সই হয়নি ।
2/ 14
• আসলে কথা হচ্ছে অগ্নিদেবের আগের পক্ষের বড় ছেলে আকাশকে নিয়ে । খুব শীগ্রই হয়তো সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আকাশ । সৎ মা হলেও আকাশকে একেবারে নিজের বড় ছেলের মতোই দেখেন সুদীপা । খুবই স্নেহ করেন তিনি । মা-ছেলের বন্ডিংটাও বেশ জমাটি ।
3/ 14
• সম্প্রতি চট্টোপাধ্যায় পরিবারে বসেছিল চাঁদের হাট । কারণ অগ্নিদেবের ভগ্নি পুপাইয়ের ছিল বিয়ে । কলকাতার একটি পাঁচ তারা হোটেলে বসেছিল সেই বিয়ের আসর ।
4/ 14
• আর পারিবারিক এই বিয়ের অনুষ্ঠানেই আকাশের হবু বৌয়ের সঙ্গে সকলের পরিচয় করালেন সুদীপা ।
5/ 14
• চট্টোপাধ্যায় বাড়ির পরবর্তী প্রজন্মের হবু বড় পুত্রবধূর নাম হিন্দোলা চক্রবর্তী । অ্যাসেম্বলি অফ গড চার্চের ছাত্রী তিনি। পরে কলকাতা বিশ্ব বিদ্যালয়ে পড়াশোনা করে মুম্বই পাড়ি দেন । তাঁর রক্তেও অভিনয়ের নেশা ।
6/ 14
• আকাশ-হিন্দোলার বিয়ে এ বছরই সেরে ফেলার পরিকল্পনা থাকলেও আপাতত করোনা আবহে সে আশায় জল পড়ে গিয়েছে। ফলে অন্তত একটা বছর অপেক্ষা করা ছাড়া গতি নেই ।
খুব শীঘ্রই শাশুড়ি হতে চলেছেন সুদীপা চট্টোপাধ্যায়, হবু বৌমার সঙ্গে ছবি শেয়ার করলেন তিনি
• ‘রান্নাঘর’খ্যাত সুদীপা চট্টোপাধ্যায় এ বার শাশুড়ি হতে চলেছেন । একটু অবাক হচ্ছেন, ভাবছেন সুদীপা আর পরিচালক অগ্নিদেবের ছেলে আদিদেব তো এখনও পুঁচকে । তার এখন বিয়ের বয়সই হয়নি ।
খুব শীঘ্রই শাশুড়ি হতে চলেছেন সুদীপা চট্টোপাধ্যায়, হবু বৌমার সঙ্গে ছবি শেয়ার করলেন তিনি
• আসলে কথা হচ্ছে অগ্নিদেবের আগের পক্ষের বড় ছেলে আকাশকে নিয়ে । খুব শীগ্রই হয়তো সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আকাশ । সৎ মা হলেও আকাশকে একেবারে নিজের বড় ছেলের মতোই দেখেন সুদীপা । খুবই স্নেহ করেন তিনি । মা-ছেলের বন্ডিংটাও বেশ জমাটি ।
খুব শীঘ্রই শাশুড়ি হতে চলেছেন সুদীপা চট্টোপাধ্যায়, হবু বৌমার সঙ্গে ছবি শেয়ার করলেন তিনি
• চট্টোপাধ্যায় বাড়ির পরবর্তী প্রজন্মের হবু বড় পুত্রবধূর নাম হিন্দোলা চক্রবর্তী । অ্যাসেম্বলি অফ গড চার্চের ছাত্রী তিনি। পরে কলকাতা বিশ্ব বিদ্যালয়ে পড়াশোনা করে মুম্বই পাড়ি দেন । তাঁর রক্তেও অভিনয়ের নেশা ।