

▪️কলকাতা এই মাসের ১৭ তারিখেই নিজে ট্যুইট করে কোভিড পজিটিভ হওয়ার কথা জানিয়েছিলেন রাজ চক্রবর্তী। তারপর থেকেই নিজেকে ঘর বন্দি করেছেন তিনি। অন্যদিকে ফুসফুসের সমস্যা নিয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন রাজের বাবা। Photo Courtesy: Instagram


▪️রাজ যে সময় নিজের পসিটিভ হওয়ার কথা লেখেন তার পরে তিনি আরও একটি ট্যুইট করে জানান তাঁর পরিবারের সকলেই সুস্থ আছেন। সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।সেই কথা শুনে খানিকটা স্বস্তির খবর বলেই মনে করেছিলেন রাজ এবং শুভশ্রীর অনুগামীরা।Photo Courtesy: Instagram


▪️আর কিছুদিনের মধ্যেই প্রথমবারের জন অভিভাবক হতে চলেছেন চক্রবর্তী দম্পতি। স্বাভাবিক ভাবেই চিন্তা ছিল শুভশ্রীর যাতে কিছু না হয়। সব যখন ঠিকঠাক চলছিল ঠিক সেই সময় মাথায় আকাশ ভেঙে পড়ল চক্রবর্তী পরিবারে।Photo Courtesy: Instagram


▪️মারা গেলেন রাজের বাবা।নিজের প্রথম দাদু হওয়ার আনন্দ উপভোগ করার আগেই পরলোক গমন করলেন তিনি।সমস্যা রয়েছে আরো একটি জায়গায়। রাজ যেহেতু নিজে কোভিড পসিটিভ, শেষ বারের মতন হয়ত নিজের বাবার গালে হাত রেখে আদর করা থেকে বঞ্চিত হতে হবে তাঁকে।Photo Courtesy: Instagram


▪️সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ পারিবারিক ভিডিওর শাক্ষি আমরা।সেই ভিডিও গুলোই স্পষ্ট বলে দেয় নিজের পরিবারকে কতটা আগলে রাখতেন রাজ এবং শুভশ্রী। অসম্ভব কঠিন সময়ের মধ্যে এখন রাজ এবং তার পরিবার।খারাপ সময় কাটিয়ে ভালো সময়ের দিকে এগিয়ে চলুক চক্রবর্তী পরিবারের সকলে, সেই প্রার্থনায় রইল। Photo Courtesy: Instagram, (Reporter-Sreeparna Dasgupta)