

• গৌরব-দেবলিনার শুভ বিবাহ সম্পন্ন ৷ বহুদিনের সম্পর্ক পূর্ণতা পেল এতদিনে । টুকটুকে লাল বেনারসি আর ভারী সাবেকি সোনার গয়নায় দেবলীনা’কে অপরূপা দেখাচ্ছিল । আর দুধ সাদা ধুতি-পঞ্জাবিতে গৌরবও হ্যান্ডসাম বর । ছবি-সংগৃহীত ।


• বৈদিক মতে হল দেবলীনা-গৌরবের বিয়ে । বিয়েতে কন্যা সম্প্রদান হয়নি । তবে নিয়ম মেনে মালাবদল, সাত পাক ঘোরা, সিঁদুর দান সবই হয়েছে । বিয়ের পর দিন সকাল সকাল উত্তম কুমারের নাত-বৌ রওনা দিয়েছিলেন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে । ছবি-ইনস্টাগ্রাম ।


• অবাঙালি রীতি মেনে যেমন হয়েছে মেহেন্দি, তেমনই খাঁটি বাঙালি আচার মেনে আলতাও পরেছিলেন দেবলীনা । নান্দীমুখ, জল সইতে যাওয়া, গায়ে হলুদ, সবকিছুই অক্ষরে অক্ষরে পালন করেছেন তিনি । ছবি-ইনস্টাগ্রাম ।


• দেবলীনা বাবা-মায়ের একমাত্র মেয়ে । তাই মনে খুলে তাঁর বিয়ের আয়োজন করেছেন সকলে। তবে করোনার কারণে মন মতো ধুমধাম করতে পারেননি । ঘনিষ্ঠ পরিজন আর বন্ধুবান্ধবদের নিয়েই হয়েছে অনুষ্ঠান । ছবি-ইনস্টাগ্রাম ।


• গৌরবের যদিও এটা দ্বিতীয় বিয়ে । এর আগে অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন তিনি । সেই বিয়ে অবশ্য বেশিদিন টেকেনি । এখনও অনিন্দিতাও লিভ-টুগেদার করছেন অভিনেতা সৌরব দাসের সঙ্গে । অনিন্দিতা-গৌরব এখন খুব ভাল বন্ধু ।


• মেহেন্দি, গায়ে হলুদ, নান্দিমুখ সবেতেই একেবারে ছিমছাম সাজে সেজেছিলেন দেবলীনা । মেহেন্দিতে পরেছিলেন সিলভার রঙা লেহেঙ্গা । সঙ্গে ফুলের সাজ । ছবি-ইনস্টাগ্রাম ।


• গায়ে হলুদে টকটকে কাঁচা হলুদ শাড়ি আর লাল ব্লাউজ...খোলা চুলে শোলার মুকুট । হাতে শাখা-পলা আর হালকা সোনার গয়না । ভারী মিষ্টি লাগছিল তাঁকে দেখতে । এই ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করে দেবলীনা তাতে ক্যাপশন লিখেছেন ‘বালিকা বধূ’ । ছবি-ইনস্টাগ্রাম ।