

• দু’জনেই টলিউডের নায়িকা ৷ দু’জনেই খুব ভাল বান্ধবী ৷ তাঁদের বন্ধুত্বের কথা ইন্ডাস্ট্রির সকলেই জানেন ৷ একে অপরকে ডাকেন ‘বনুয়া’ বলে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷


• ঠিকই ধরেছেন নুসরত জাহান আর মিমি চক্রবর্তীর কথাই হচ্ছে ৷ দু’জনেই এবারের লোকসভা ভোটে জিতে সাংসদ হয়েছেন ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷


• তারমধ্যে আবার সদ্যই বিয়ে হয়েছে এক বান্ধবীর ৷ গত ১৯ জুন সুদূর তুরস্কের মাটিতে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন নুসরত ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷


• আর বান্ধবীর বিয়ে উপলক্ষ্যে সেখানে উপস্থিত ছিলেন মিমিও ৷ দারুণ মস্তিও করেছেন ৷ সেই এনজয়মেন্টের ছবিতেই এখন ভরে উঠছে সোশ্যাল মিডিয়া ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷


• তবে সম্প্রতি যে ছবিটি পোস্ট করেছেন মিমি, তাতে দেখা যাচ্ছে অন্য ছবি ৷ অন্যরকম প্রশ্নও দানা বাঁধছে ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷


• হিন্দু মতে বিয়ের দিন নুসরত সেজেছিলেন স্বামীর ডিজাইন করা লাল লেহেঙ্গা চোলিতে ৷ হাতে পরেছিলেন চূড়া ৷ সঙ্গে রীতি মেতেই পরেছিলেন ‘কলিরে’ ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷


• ছবিতে দেখা গেল, সেই ‘কলিরে’ মিমির মাথায় ঠেকাচ্ছেন নুসরত ৷ বলা হয়, অবিবাহিত মেয়েদের মাথায় ‘কলিরে’র টুকরো পড়লে খুব তাড়াতাড়ি বিয়ে হয় ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷


• মিমি-র মাথায় কী খসে পড়ল এক টুকরো ‘কলিরে’ ? তা অবশ্য জানা যায়নি ৷ তবে নেটিজেনরা চুপ নেই ৷ মিমির বিয়ে নিয়ে শুরু হয়ে গিয়েছে গুজগুজ ফুসফুস ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷


• টলিউডে কান পাতলে অবশ্য শোনা যায়, রাজ চক্রবর্তীর সঙ্গে ব্রেকআপের পর দীর্ঘদিন ধরেই টার্কিশ বয়ফ্রেন্ড মিলি গুলহান কিজিলকায়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন মিমি চক্রবর্তী ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷