অচলাবস্থা কাটিয়ে মেগা সিরিয়ালের শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল গতকাল ১০ জুন। সেই মতো স্টুডিয়ো স্যানিটাইজ় করা হয়, শিল্পীরাও কল টাইম পেয়ে যান। কিন্তু মঙ্গলবার সন্ধেয় আর্টিস্ট ফোরাম জানায়, করোনার কারণে যে বিমার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গত বৈঠকে, সেই সংক্রান্ত কাগজ হাতে না পেলে শিল্পীরা যেন শ্যুটিংয়ে না যান।