1/ 5


শীতবুড়ো এসে গিয়েছে... শীতকালে চিড়িয়াখানা না গেল বাঙালির শীতের আনন্দটাই মাটি! পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের কাছেও চিড়িয়াখানার আবেগ অক্ষুন্ন রয়েছে! কাজেই শীত পড়তেই স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও তাঁর মেয়ে আইরাকে নিয়ে ঢুঁ মারলেন আলিপুর চিড়িয়াখানায়।
2/ 5


চিড়িয়ানায় দেদার মজা, সেই ছবিই ধরা পড়ল সৃজিত-মিথিলার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ছবি- সৃজিত মুখোপাধ্যায়ের ইনস্টাগ্রাম
3/ 5


ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে মিথিলা লিখেছেন, ''হ্যাঁ, আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম, হাতি দেখেছি।''
4/ 5


চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে শৈশব ফিরে পেয়েছেন সৃজিত। তিনি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, জীবনের প্রথম ১২ টা শীত অসম্পূর্ণ থেকে যেত মা-বাবার সঙ্গে চিড়িয়াখান না গেলে।